- বাংলাদেশ
- গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ
গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ

অর্থপাচার মামলায় আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আগামী ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
মামলা সূত্রে জানা যায়, গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিন ১৯৯৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সোনালী ব্যাংকের এয়ারপোর্ট শাখায় কর্মরত থাকাকালে মনির হোসেনের সাথে স্বর্ণ চোরাচালানের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন এবং চাকরি ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে।
পরে মনির হোসেন, হায়দার আলী ও শফিকুল সংঘবদ্ধভাবে স্বর্ণ চোরাচালানের আয় থেকে অপর অভিযুক্তদের সাথে রিয়াজ উদ্দিনও ঢাকার উত্তরায় অনেক প্লটের মালিক হন। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আরো দুটি মামলা আছে।
এরমধ্যে গোল্ডেন মনিরসহ ১০ জনকে আসামি করে গত ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন। গতকাল এই মামলায় জামিন চাইলে হাইকোর্ট রিয়াজ উদ্দিনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
মন্তব্য করুন