কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার থেকে সারাদেশে বাস-ট্রাক চালানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তিনটি সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিন সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রার্থী ও সরকারি চাকরিপ্রত্যাশীসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, এ হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

নেতারা বলেন, সরকারের হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি এবং মাত্র একদিনের মধ্যে সেটা কার্যকর করার ঘোষণা দেওয়ায় সব ধরনের পরিবহন মালিকসহ সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ করে দেওয়ায় জনদুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যাবে।

বিবৃতিদাতারা হচ্ছেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া, গ্রিন ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এবং উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল।