- বাংলাদেশ
- চবির 'ডি' ইউনিটে পাস ২৮ শতাংশ
চবির 'ডি' ইউনিটে পাস ২৮ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৩০১ জন, যা শতকরা হিসেবে ২৮ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্তনম্বর ১০৩.৫০।
বৃহস্পতিবার 'ডি' ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ডি' ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৫ হাজার ৫০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ফেল করেছেন ২৫ হাজার ২০১ জন। যা শতকরা ৭১ দশমিক ৮৭ শতাংশ। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
এর আগে গত শনিবার ও রোববার চার শিফটে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি হতে ৫৪ হাজার ২৪৪ জন আবেদন করেছিলেন।
মন্তব্য করুন