স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জেলা পরিষদকে আরও শক্তিশালী এবং কার্যকর করতে আইন সংশোধন করা হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদ আইনকেও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি আয়োজিত 'এসডিজি অর্জনে জেলা পরিষদকে শক্তিশালীকরণ' শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে জেলা পরিষদ আইন সংশোধনের কাজ চূড়ান্ত করা হয়েছে, যা মন্ত্রিপরিষদ সভায় উত্থাপনের অপেক্ষায় রয়েছে। সংশ্নিষ্টদের মতামত ও পরামর্শ আমলে নিয়ে সংশোধন করে আইনটিকে যুগোপযোগী করা হবে।

মন্ত্রী বলেন, কয়েকটি জেলায় ১৩-১৬টি উপজেলা রয়েছে। আবার কোনো জেলায় ৩টি অথবা ৫-১০টি উপজেলা রয়েছে। কিন্তু সব জেলা পরিষদের সদস্য সংখ্যা ২০ জন। অন্যদিকে প্রতিটি জেলা আর্থিকভাবে সমান নয়। তাই সংশোধিত আইনে প্রতিটি উপজেলা থেকে একজন করে সদস্য এবং তিনটি উপজেলা থেকে একজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পৌরসভা থেকেও মেয়র/প্রতিনিধি জেলা পরিষদে সদস্য থাকবেন।

তাজুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে জেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানই একদিনে শক্তিশালী ও সক্ষম হয় না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। সবার পরামর্শ ও মতামত নিয়ে একটি কার্যকর ও শক্তিশালী জেলা পরিষদ গঠন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালিয়া চুয়ার্ড।