দেশে গত চব্বিশ ঘণ্টায় ৩৬ জেলায় একজনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এ সময়ে অন্যান্য জেলায় নতুন করে ২৪৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে পৌঁছাল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা সংক্রমিত মোট ২৭ হাজার ৮৮৭ জন প্রাণ হারালেন। এর বিপরীতে করোনা সংক্রমিত আরও ২২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে করোনা সংক্রমিত ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন সুস্থ হয়ে উঠলেন।

যেসব জেলায় একজনও করোনা রোগী শনাক্ত হয়নি, তার মধ্যে রয়েছে- ঢাকা বিভাগের গোপালগঞ্জ. কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, জামালপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি,খাগড়াঝড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর, রাজশাহী বিভাগের চাপাইনাবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও নীলফামারী, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

গত চব্বিশ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৮০ শতাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। এ বিভাগের রাজধানীর ঢাকা ও ঢাকা জেলা, নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুরে ১৯৮ জন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত চব্বিশ ঘণ্টায় ৮৩৩টি নমুনা পরীক্ষাগারে ১৮ হাজার ৯১৫ টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টি। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ। করোনা সংক্রমিতদের মধ্যে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

চার বিভাগ মৃত্যু নেই : গত চব্বিশ ঘণ্টায় দেশের চার বিভাগে করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি। এ বিভাগগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ।