- বাংলাদেশ
- বাংলালিংকের বিরুদ্ধে আরেকটি মামলা, বাদী মাইলসের হামিন
কপিরাইট
বাংলালিংকের বিরুদ্ধে আরেকটি মামলা, বাদী মাইলসের হামিন

জনপ্রিয় মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানের কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করায় মোবাইল সিম অপারেটর কোম্পানি বাংলালিংকের নামে মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলা করেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও মানাম আহমেদ।
এ দিন বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ মামলা দু’টির আবেদন জমা দেন। এরপর দুই মামলায় বাদীদের জবানবন্দি গ্রহণ করে বাংলালিংকের নামে সমন জারির আদেশ দেন আদালত।
একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসও।
এর আগে বুধবার সকালে দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা নগরবাউল জেমস নিজের গান সুরক্ষার জন্য কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ আবেদন করা হয়। আদালত জেমস ও হামিনের করা পৃথক দুটি মামলা আমলে নিয়ে বাংলালিংকের কর্মকর্তাদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সমকালকে বলেন, জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করেছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।
তবে এ বিষয়ে বাংলালিংক কর্তৃপক্ষ বা কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন