- বাংলাদেশ
- ঢাকা মহানগরে গ্যাসে চলে যেসব কোম্পানির বাস
ঢাকা মহানগরে গ্যাসে চলে যেসব কোম্পানির বাস

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ জানিয়েছেন, ঢাকা মহানগরী, শহরতলি ও পাশের তিন জেলায় ৬ হাজার বাস চলাচল করলেও এর মধ্যে মাত্র ১৯৬টি গাড়ি সিএনজিতে চলাচল করছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।
এনায়েত উল্লাহ জানান, ঢাকা মহানগরীতে চলা গ্রেট তুরাগ ট্রান্সপোর্টের ৪০টি, অনাবিল সুপার লিমিটেডের ৫টি, প্রভাতী বনশ্রী পরিবহন লিমিটেডের ১২টি, শ্রাবণ ট্রান্সপোর্ট লিমিটেডের ৩০টি, আসিয়ান ট্রান্সপোর্ট লিমিটেডের ২০টি, মেঘালয় ট্রান্সপোর্টের ৫টি, হিমালয় ট্রান্সপোর্টের ১৪টি, ভিআইপি অটোমোবাইলের ২টি, মেঘলা ট্রান্সপোর্টের ২৭টি, শিকড় পরিবহনের ৮টি, বিকল্প অটো সার্ভিসের ১টি, গাবতলী লিংক মিনিবাস সার্ভিসের ১১টি, ৬ নং মতিঝিল বনানী কোচ লিমিটেডের ২১টি বাস গ্যাসে বা সিএনজিতে চলাচল করছে।
সিএনজিচালিত বাসের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হয়েছে বলেও এ সময় দাবি করেন তিনি। এ ছাড়া সরকার নির্ধারিত নতুন হারের বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন এনায়েত উল্লাহ।
মন্তব্য করুন