বৈদেশিক মুদ্রা আত্মসাৎ ও অবৈধ লেনদেনের অভিযোগে মঙ্গলবার সিরাজগঞ্জে অভিযান চালিয়ে জিয়াউল হক ও সাজিদ হাসান সেতু নামের আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল স্ক্যামার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একটি বিদেশি বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আত্মসাৎ ও অবৈধ লেনদেনের অভিযোগ পাওয়া যায়। এর পরই সাইবার পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তারে তৎপর হয়। চক্রটি 'নিউ অ্যাকাউন্ট ফ্রড' হিসেবে পরিচিত।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশনার চাতক চাকমা জানান, আর্থিক প্রতারণার শিকার বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি ব্যাংক হিসাবের তথ্য দিতে হয়। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অংশ হিসেবে প্রতিটি নতুন নিবন্ধিত অ্যাকাউন্টের বিপরীতে এক ডলার সমপরিমাণ মুদ্রা ব্যাংক অ্যাকাউন্টে সাময়িকভাবে দেয়। প্রতারক চক্রটি তাদের ওই টাকা তুলে নেয়।

অপর এক কর্মকর্তা বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠানে একটি নিবন্ধনকৃত আইডির বিপরীতে একটি ব্যাংক হিসাব থাকলেও চক্রটি আন্তর্জাতিক মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ৩০০ থেকে ৪০০ ভুয়া নিবন্ধন নিত।