সেমিনারে পরিকল্পনামন্ত্রী
সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে গবেষণার পরামর্শ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১ | ০৯:৪৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ | ০৯:৪৪
সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে গবেষণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ আওয়ার সি, বাংলাদেশ আয়োজিত 'সমুদ্র অর্থনীতি: সম্ভাবনা' শীর্ষক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।
সমুদ্র এবং সুন্দরবনের সম্পদ সংরক্ষণের অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, সুন্দরবনকে যারা খেয়েছেন, তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা প্রয়োজনে খেয়েছেন, খাচ্ছেন। তবে খাওয়ার প্রয়োজনে এসব সম্পদের সুরক্ষাও দিতে হবে।
সংস্থার মহাসচিব মুহাম্মদ আনোয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দীন মুন্না। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সন্তোষ কুমার দেব প্রমুখ।