গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০০ নম্বর থেকে কমিয়ে এসএসসিতে ১০ ও এইচএসসিতে ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ১০০ নম্বর নির্ধারণ করা হলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এ বিষয়ে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ডিনদের জরুরি বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ১০০ নম্বরের পরিবর্তে ২০ নম্বর নির্ধারণ করা হয়।'

উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, 'আমরা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ওপর গুরুত্ব দেব। যে কারণে এসএসসি ও এইচএসসির নম্বর ১০০-এর পরিবর্তে ২০ নির্ধারণ করা হয়েছে।'