- বাংলাদেশ
- ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র
‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র

রফিকুল ইসলাম মাদানী
রাজধানী মতিঝিল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চার্জশিটভুক্ত অপর আসামি হলেন মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।
শনিবার ঢাকা মহানগর আদালতের সংশ্লিষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গত ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম এ চার্জশিট দাখিল করেন। মামলার অপর তিন আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। মামলাটি ইতোমধ্যে বিচারের জন্য প্রস্তুত করা হয়েছে।
গত ৮ এপ্রিল রফিকুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে মো. আদনান শান্তু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন। এর আগে রফিকুল ইসলামকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র্যা ব। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান।
মন্তব্য করুন