
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে ৬৩২ কিলোমিটার মহাসড়ক চারলেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২২ হাজার ৪২৮ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বর্তমান সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩৫৭টি প্রকল্প শেষ হয়েছে। এ সময়ে সাত হাজার ৩২১ কিলোমিটার মহাসড়ক মজবুতকরণসহ নয় হাজার ৩৩ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হয়েছে।
মন্তব্য করুন