টাঙ্গাইলের মির্জাপুর আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন মারা গেছেন (ইন্না... রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার একান্ত সচিব ইকবাল বিন মতিন সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর আওয়ামী লীগ থেকে নির্বাচন করে টানা চারবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।

৬৫ বছর বয়সী এ রাজনীতিবিদ গত ২০ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।