- বাংলাদেশ
- জি কে শামীমের মায়ের বিরুদ্ধে পরোয়ানা জারি
জি কে শামীমের মায়ের বিরুদ্ধে পরোয়ানা জারি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগের সাবেক নেতা ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। এরপর পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
আগামী ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত। এদিন শুনানিকালে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। চলতি বছরের শুরুর দিকে দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
অস্ত্র মামলায় জামিন নাকচ: অস্ত্র মামলায় জি কে শামীম ও তার দেহরক্ষী দেলোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম উভয়পক্ষের শুনানি শেষে জামিন নাকচ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা ইয়াসমিন দিপা বিষয়টি জানিয়েছেন।
এদিন এ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ও জব্দ তালিকার সাক্ষী মমিন উদ্দিন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৬ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এই নিয়ে মামলাটিতে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানে নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা করা হয়।
মন্তব্য করুন