- বাংলাদেশ
- 'কিলার' আব্বাসের রেকর্ড তলব হাইকোর্টে
'কিলার' আব্বাসের রেকর্ড তলব হাইকোর্টে

প্রায় ১৯ বছর ধরে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী 'কিলার' আব্বাস ওরফে আব্বাস আলীর ক্রিমিনাল রেকর্ড তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
এর আগে আব্বাস আলীকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করা হয়। রিটকারী আইনজীবী সাকির আহমেদ বাপ্পী সাংবাদিকদের জানান, ১১টি মামলায় আব্বাস খালাস পেয়েছেন। ডাকাতির অভিযোগে একটি মামলা বিচারাধীন। ২০১৬ সালে ওই মামলায়ও জামিন পেয়েছেন। তার পরও তাকে কারাগারে আটক রাখা হয়েছে বলে রিটটি করা হয়।
রিট সূত্রে জানা গেছে, রিট আবেদনে আব্বাসকে আদালতের সন্তুষ্টিসাপেক্ষে হাজির করা, তার ক্রিমিনাল রেকর্ড দাখিল এবং পুলিশের ওয়েবসাইটে থাকা মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে তার নাম অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে বিবাদীরা হলেন- স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, র্যাবের ডিজি, ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ ১১ জন।
২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বনানী থেকে গ্রেপ্তার হন আব্বাস। তখন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি। তার বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। তার পরিবার থাকে উত্তর কাফরুলে।
মন্তব্য করুন