- বাংলাদেশ
- কার্প জাতীয় মাছ ও ডলফিনের জিন নকশা উন্মোচন
কার্প জাতীয় মাছ ও ডলফিনের জিন নকশা উন্মোচন

ছবি: ফাইল
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর চারটি কার্প জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ এবং ডলফিনের পূর্ণাঙ্গ জিন নকশা (জিনোম সিকোয়েন্স) উন্মোচিত হয়েছে।
মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম একক নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সম্প্রতি এই জিন নকশা উন্মোচন হয়। গবেষণাকারী দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. মনজুরুল কিবরীয়া।
পিকেএসএফ ২০১৬ সাল থেকে হালদা নদীর পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) অর্থায়িত 'পিএসিই' প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা 'ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ)' মাধ্যমে বিশেষ একটি ভ্যালু চেইন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম একক নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি' স্থাপিত হয়। পিএসিই প্রকল্পের অর্থায়ন ও তত্ত্বাবধানে এই পরীক্ষাগারেই সম্প্রতি উন্মোচিত হয় চারটি কার্প জাতীয় মাছ ও ডলফিনের জিনোম সিকোয়েন্সিং।
জিন নকশা উন্মোচনের ফলে এ অঞ্চলের প্রধান কার্পগুলো ও ডলফিনের জিনের বিন্যাস, বিবর্তনের গতিপথ, সংরক্ষণ এবং সর্বোপরি জাতিগত বিস্তৃতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে।
এ সময় নমিতা হালদার চট্টগ্রামের রাউজানে একটি হ্যাচারি সংবলিত গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করেন। হালদা নদী বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের গবেষণা সহায়তা ও প্রশিক্ষণ দিতে এটি ব্যবহার করা হবে। ড. নমিতা হালদা নদীর পরিবেশ উন্নয়ন ও কার্প জাতীয় মাছের স্বাতন্ত্র্য রক্ষায় পিকেএসএফের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এ ছাড়া হালদা নদীভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের ওপর এবং কার্প জাতীয় মাছ ও ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম বিষয়ে উপস্থাপনা প্রদান করেন হালদা রিভার রিসার্চ ল্যাবের সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ও অধ্যাপক ড. এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী।
মন্তব্য করুন