- বাংলাদেশ
- ‘শিশুবক্তা’ রফিকুলের জামিন আবেদন খারিজ
‘শিশুবক্তা’ রফিকুলের জামিন আবেদন খারিজ

ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও থানা ও গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশটি দেন। মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
উল্লেখ্য, রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সহিংসতা ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কয়েকটি মামলা হয়।
গত ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে রফিকুলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মন্তব্য করুন