ডিস্ট্রিক্টনিউজ২৪-এর উপদেষ্টা সম্পাদক মো. শামীম মাশরেকী মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার সকালে ট্রেনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঢাকা আসার পথে তিনি হার্ট অ্যাটাক করেন। জিআরপি পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শামীম মাশরেকী স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এ ছাড়া সাব এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।