মেক্সিকোর সনোরায় নারীবাদীদের এক বিক্ষোভ সমাবেশে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গোয়েইমাস শহরের মিউনিসিপাল প্যালেসের বাইরে এ ঘটনা ঘটেছে।  

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। রাজ্যটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মেক্সিকান সংবাদপত্র লা হর্নাদার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত নারী বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন। নিহত বাকি দুইজন শহরের মেয়র কার্লা করডোভার দেহরক্ষী ছিলেন। এছাড়া গুলির ঘটনার বিস্তারিত জানা যায়নি।

মেক্সিকোর বিভিন্ন শহরে নারীর প্রতি সহিংসতা বন্ধে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী পুলিশের আত্মরক্ষার বর্ম কেড়ে নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে স্মোক বোমা (ধোঁয়া বোমা) ছোড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভ-সহিংসতায় ১০ নারী পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশেও নারীর প্রতি সহিংসতা বন্ধে একই রকমভাবে বিক্ষোভ হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে। বার্সেলোনা, প্যারিস ও লন্ডনেও এদিন নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।