- বাংলাদেশ
- মুম্বাই হামলায় নিহতদের স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বালন
মুম্বাই হামলায় নিহতদের স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বালন

মোমবাতি প্রজ্বালন
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও তথ্যচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। হামলার ১৩তম বার্ষিকী স্মরণে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নূর আলম সরদার, এম আমিনুল শিকদার, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী প্রমুখ।
কর্মসূচিতে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশসহ সমগ্র বিশ্বে সন্ত্রাস ও মৌলবাদ সৃষ্টির মাস্টারমাইন্ড পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্র। ২০০৮ সালের আজকের এই দিনে পাকিস্তানের কয়েকজন জঙ্গি ও সন্ত্রাসীর নির্মম হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা পাকিস্তানকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আল মামুন বলেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা পাকিস্তানের বিশ্বব্যাপী সন্ত্রাসের একটি অংশ। পঁচাত্তরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা হত্যাকাণ্ড, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা সবকিছুই পাকিস্তান নামক জঙ্গি রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে সম্পাদিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত জঙ্গি মুফতি আব্দুল হান্নান পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছিলেন। একুশে আগস্টের আর্জেস গ্রেনেড পাকিস্তানের আএসআই সরবরাহ করেছিল। এসব সন্ত্রাস ও জঙ্গিবাদ দ্বারা প্রমাণিত হয়, পাকিস্তান এখন সন্ত্রাস ও জঙ্গিবাদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলায় ১৫৬ জন দেশি-বিদেশি নাগরিক নির্মমভাবে নিহত হয়েছিলেন।
মন্তব্য করুন