- বাংলাদেশ
- শনিবারও সড়কে নামার ঘোষণা শিক্ষার্থীদের
শনিবারও সড়কে নামার ঘোষণা শিক্ষার্থীদের

ফাইল ছবি
নিরাপদ সড়কের দাবিতে শনিবারও রাস্তায় নামবেন শিক্ষার্থীরা। তাদের সংগঠন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনজামুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব, রাসেল স্কয়ারসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে কর্মসূচি পালন করবেন।
সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুতে আবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়ার দাবিতে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ইনজামুল হক সমকালকে বলেছেন, বেসরকারি বাসেও হাফ পাস দিতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নিরাপদ সড়ক আন্দোলনের ফেসবুক পেজ থেকেও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। রাজধানীর ১০১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা এতে যুক্ত হয়েছে।
মন্তব্য করুন