
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে রোববার প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়- মেহেদী হাসান সজীব
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রাণঘাতী সহিংসতা, হামলা, কেন্দ্র দখল, জাল ভোট দেওয়ার মতো অঘটন ঘটেছে। গতকালের নির্বাচনী সংঘাতে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীর রায়পুরায় নিহত হয়েছেন তিনজন। নীলফামারীর কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মারা গেছেন বিজিবির এক নায়েক। মুন্সীগঞ্জ সদরে দু'জন ও লক্ষ্মীপুরের রায়পুরে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। প্রতিপক্ষের হামলায় খুলনার তেরখাদায় এক আওয়ামী লীগ কর্মী এবং যশোরের শার্শায় আরও একজনের প্রাণ গেছে। এদিন গুলিবর্ষণ, ককটেল হামলাসহ সহিংসতায় অন্তত দেড়শ জন আহত হয়েছেন। তবে ভোট উৎসবের বদলে এমন সহিংস নির্বাচনকেও 'মডেল' দাবি করেছে নির্বাচন কমিশন।
জাল ভোট দেওয়ায় এদিন কয়েকজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের অভিযোগ তুলে যশোরের শার্শায় নৌকা প্রতীকের দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। কুমিল্লায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গাইবান্ধার পলাশবাড়ীতে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নরসিংদীতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন। কয়েকটি স্থানে পুলিশকে গুলি ছুড়তে হয়েছে।
তবে রাজশাহী, রাঙামাটি, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভোটের খবর পাওয়া গেছে। তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট গ্রহণ করা হয়। এ ধাপে ৫৬৯ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত নারী সদস্যপদে ১৩২ ও সাধারণ সদস্যপদে ৩৩৭ জন। দ্বিতীয় ধাপের নির্বাচনে ৩০ এবং প্রথম ধাপে পাঁচজন নিহত হয়েছিলেন। এ নিয়ে তিন ধাপের ভোটে মোট ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটল। তবে তৃতীয় ধাপের ভোটের আগে অন্তত আটজন মারা গেছেন নির্বাচনী সহিংসতায়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বিজিবি নায়েক রুবেল নিহত হয়েছেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আওয়াল সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'ভোট গণনার সময় দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যান। তখন দুই পক্ষের সংঘর্ষে নায়েক রুবেল নিহত হন।'
ওসি জানান, গারাগ্রামে লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির মারুফ হাসান অন্তিক। তার প্রতিদ্বন্দ্ব্বী প্রার্থী জোনাব আলী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন আনারস প্রতীকে। গারাগ্রামের ওই কেন্দ্রে বিকেলে ভোট গণনা শুরু হলে দেখা যায়, জোনাব আলী ৫৪ ভোটে এগিয়ে আছেন। তখনই অন্তিকের সমর্থকরা তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ রায় জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে নৌকা প্রতীকের সমর্থক বাবুল শিকদার মারা গেছেন। তিনি আওয়ামী লীগের কর্মী এবং পেশায় কৃষক। তেরখাদা থানার ওসি জহুরুল আলম জানান, বাবুল শিকদার শনিবার রাতে একই গ্রামের দীনেশের বাড়িতে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে যান। এ সময় প্রতিদ্বন্দ্বী অন্য এক প্রার্থীর সমর্থক বাবর আলীর নেতৃত্বে চার-পাঁচজন তার মাথায় ও মুখে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে ময়নাতদন্ত করা হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। দুপুরে নিহতের বাড়ি গিয়ে দেখা যায়, মরদেহ ঘিরে তার স্ত্রী সুফিয়া বেগম, মা ঝিকরিয়া বেগম, বোন পান্না বেগমসহ স্বজনরা আহাজারি করছেন। সুফিয়া বেগম জানান, আলাউদ্দিন (৯), আফিয়া (৬) ও বর্ষা (৪) নামে তার তিনটি সন্তান রয়েছে। এখন তাদের কী হবে?
এদিকে রূপসার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দেশি অস্ত্রসহ শামীম ফকির নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আসাদ ফকিরের ছেলে।
লক্ষ্মীপুরের রায়পুরে সহিংসতায় এক ছাত্রলীগ নেতা নিহতসহ তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পার এবং সন্ধ্যার আগে উত্তর বাখরনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দুটি ঘটনা ঘটে। চান্দেরকান্দি ইউনিয়নে নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশা চালক আরিফ (২৪) ও শরিফ (৩০)। উত্তর বাখরনগরে নিহত হন ফরিদ মিয়া (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রামগঞ্জ ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় দুই মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুর রহমান সজীব গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চাঁদপুরে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এ ছাড়া এসএ টিভির তিনজন গণমাধ্যমকর্মীও আহত হন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ভাঙচুর করা হয়েছে বেসরকারি এসএ টিভির গাড়ি। একই সময় আহত হয়েছেন মোট ৩০ জন।
মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নে শাকিল মোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। ভোট গ্রহণ শেষে ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বানিয়াল উত্তর ভূকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় সংরক্ষিত আসনের দুই নারী প্রার্থী আরফা বেগম ও রাবেয়া বেগমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত শাকিল শরীয়তপুরের সখিপুরের কাচিকাটা এলাকার হারুন মোল্লার ছেলে। শনিবার তিনি সেখানে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ছাড়া পঞ্চসার ইউনিয়নে রিয়াজুল শেখ নামে একজন মারা গেছেন।
নরসিংদীর রায়পুরায় ভোট গণনার সময় সহিংসতায় আরিফ মিয়া (২৪) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সন্ধ্যায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। আরিফ মিয়া শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, চান্দেরকান্দি ইউপিতে নৌকার প্রার্থী খোরশেদ আলম মিঠুর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মেছবাহ উদ্দিন খন্দকার মিতুল। বিকেলে ভোট গণনার সময় ওই কেন্দ্রে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা ব্যালটসহ বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এ সময় রক্তাক্ত অবস্থায় ওই অটোরিকশাচালককে কেন্দ্রের পাশ থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও রায়পুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক।
এ ছাড়া নরসিংদীতে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ম্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে ২০ জন আহত হয়েছেন। সদর উপজেলার করিমপুর, নজরপুর, চিনিশপুর এবং রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ চারটি তাজা ককটেল উদ্ধার করে।
লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশীর পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য প্রার্থী খালেকুজ্জামানসহ ছয়জন আহত হন। এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য প্রার্থী আলমগীর হোসেন, মোহাম্মদ আলী ও খালেকুজ্জামান খালেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময় রামগঞ্জের বাদুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নির্বাচনে সহিংসতার আশঙ্কায় বাদুর ইউপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০ জনকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। শনিবার ভোর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি একটি এলজি, ছোরা ও রামদা উদ্ধার করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের পাশেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কেন্দ্রের ভোট গ্রহণ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ ও র্যাব সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের ভোট গ্রহণ চালু হয়।
কুমিল্লার বরুড়ায় ভোট চলাকালে বেশ কয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ম্ফোরণ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী, চিতড্ডা ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোশবাশ উত্তর ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার এ তথ্য জানান।
দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিল্লাল হোসেন নামের স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক মিয়াজীর বিরুদ্ধে। পরে ইউএনও কামরুল ইসলাম খান ওই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
জাল ভোট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানায়, আলাউদ্দিন পানিশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে ইদ্রিস নামের এক ভোটার ভোট দিতে কেন্দ্রে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হন। এদিকে, নবীনগরে প্রবাসী বাবার ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন পারভেজ আহমেদ (২০)। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবকে ছয় মাসের কারাদণ্ড দেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহাসিন আলীর সমর্থকরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালান। এ কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ সময় পুলিশ কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আশরাফ মোহাম্মদ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। একই ইউনিয়নের মেরীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভুয়া ব্যালট পেপার সরবরাহ ও জাল ভোট দেওয়ার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রোস্তম আলী ও হারুন মিয়া। তারা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাসিন্দা। মনোহরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমদাসের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থী আবদুল বারী মণ্ডলকে তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করেন।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকের পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০ মিনিট ভোট গ্রহণ স্থগিত থাকে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, বহিরাগত বেশ কয়েক যুবক কেন্দ্রের ভেতর এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৪০ মিনিট ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
মেহেরপুরের কিছু কিছু কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল দেওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে জোর করে ভোট নেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী, রামদাসপুর, শিবপুর, উজুলপুর এবং বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর ও শালিকা বুড়িপোতা কেন্দ্রে জোর করে সিল মারার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জাকির হোসেন ও বর্তমান মেম্বার মফিজুলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মফিজুল মেম্বারসহ পাঁচজন। আহতদের মধ্যে মোশারফ হোসেন ও আবুল হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নেও নির্বাচনী সহিংসতায় দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে ওই ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ওই দুই তরুণ কর্মী আহত হন বলে জানা গেছে। আহতরা হলেন হাফিজাবাদ ইউনিয়নের দলুয়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সাগর এবং একই এলাকার মনতাজ আলীর ছেলে মো. লায়ন। তাদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান রুবেল নামের আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে, বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আলিমুদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদকে সমর্থন দিয়ে ভোটের মাঠে রণে ভঙ্গ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে আলিমুদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
মন্তব্য করুন