শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টং দোকানগুলো পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ওই দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচিও শুরু হয়েছে। 

সোমবার দুপুরে ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন।

ক্যাম্পাসে টং দোকান পুনঃস্থাপনের দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরের পাশে শিক্ষার্থী ছাউনির সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা দাবি জানান, ক্লাসের বিরতিতে ক্যাম্পাসে টং দোকানগুলো ছাড়া তাদের বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। যেখানে সব শিক্ষার্থী পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। সমমনা সবাই মিলে নানা আলোচনা হয় এখানে। টংগুলো যদি না থাকে তাহলে খুব বেশি দিন লাগবে না অবসাদে ডুবতে। এদিকে পরবর্তী কর্মসূচি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।