আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এটা বর্তমান সময়ে আমাদের জন্য উন্নয়নের একটি বড় সাফল্য। এই সফলতা ধরে রাখতে পারলে ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

সোমবার রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন-২০২১-এর ‘লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক এক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য অনেক ভৌত অবকাঠামো বানিয়ে দিয়েছেন। এছাড়া একটি ভালো আইনি কাঠামো তৈরি করে দিয়েছেন যাতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ভালো একটি 'প্রটেকশন' পান। তাই বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ।’

আইনমন্ত্রী বলেন, ‘দেশের এ সফলতা ধরে রাখতে সরকার ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নসহ নানা পদক্ষেপ নিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির অনেক পদক্ষেপ নিয়েছে। কোম্পানি আইন সংশোধনও করেছে।’

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজের সঞ্চালনায় অধিবেশনে অন্যদের মধ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক ও বর্তমান সচিব মো. মইনুল কবির, অধ্যাপক ড. রুমানা ইসলাম, ব্যারিস্টার নিহাদ কবির, ব্যারিস্টার তানজীব উল আলম আলোচনায় অংশ নেন।