- বাংলাদেশ
- শারীরিক উপস্থিতিতে ফিরছে সুপ্রিম কোর্টের বিচার কাজ
শারীরিক উপস্থিতিতে ফিরছে সুপ্রিম কোর্টের বিচার কাজ

সুপ্রিম কোর্টের ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উত্তোরণ ঘটায় দেড় বছরেরও বেশি সময় পর সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হতে যাচ্ছে। বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে স্বাভাবিক বিচার কাজ অর্থাৎ বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থীসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হবে। তবে সংশ্নিষ্ট সবাইকেই কঠোরভাবে করোনা সুরক্ষা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সোমবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত দিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর ওই বিজ্ঞপ্তি জারি করেন।
গতবছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ সঙ্গে মিল রেখে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে দেশের বিচার ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের অনুরোধে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য বা যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দিতে পক্ষদের উপস্থিতি নিশ্চিত করতে আদালতকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে গতবছরের ৯ মে অধ্যাদেশ জারি হয়। পর দিন সুপ্রিম কোর্ট ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্র্যাকটিস’ নির্দেশনা জারি করেন।
১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথমবার ভার্চুয়াল (অনলাইন) আদালতের কার্যক্রম শুরু হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকলে প্রথমে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়।
পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়াল আদালতও চালু থাকে। তবে দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ আপিল বিভাগ এবং চেম্বার আদালত ভার্চুয়াল মাধ্যমেই সেই মে মাস থেকে চলে আসছিল। এবার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে পুরোদমে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন