রাজধানীর জুরাইনে আগুন লেগে ১৮টি জুতার দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ঘটনাস্থলের আগুন নেভাতে কাজ করে ৬টি ইউনিট।

তিন জানান, প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তার আগেই পুড়ে যায় ১৮টি দোকান।

আজাদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।