লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলিতে তিনজন নিহত হয়েছে।

হামাস কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি।

হামাস কর্মকর্তা রাফাত আল-মুরা জানান, প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের যোদ্ধারা তাদের একটি শবযাত্রায় গুলি চালালে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়।

প্রসঙ্গত, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের সঙ্গে ২০০৭ সাল থেকে হামাসের বিরোধ চলছে।