- বাংলাদেশ
- মুরাদের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন
মুরাদের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সদ্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আরেকজন হলেন- মহিউদ্দিন হেলাল নাহিদ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ আবেদন করেন।
ওমর ফারুক ফারুকীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন, তবে মামলা গ্রহণের বিষয় কোনো আদেশ দেননি।
মামলা নেওয়ার আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত। তার সম্পর্কে মানহানিকর ও মিথ্যা তথ্যসংবলিত বক্তব্য দিয়েছেন মুরাদ হাসান। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
এর আগে মুরাদ হাসান ও মহিউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের পৃথক সাইবার ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা নেওয়ার আবেদন করা হয়। তবে মামলা গ্রহণের বিষয় এখনও কোনো আদেশ দেননি আদালত।
মন্তব্য করুন