- বাংলাদেশ
- পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে জরুরি যৌথ উদ্যোগ
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে জরুরি যৌথ উদ্যোগ

পরিচ্ছন্নতা কর্মীরা সমাজের সবচেয়ে প্রান্তিক এবং সামাজিকভাবে বর্জিত জনগোষ্ঠী। এমনকি একই এলাকায় থাকা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও তাদের অবমূল্যায়ন করে থাকে। তাদের জীবন ও জীবিকার উন্নয়নের জন্য যৌথ উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার রাজধানীর ব্র্যাকের ইন সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
এতে পরিচ্ছন্নতা কর্মীদের সুস্থতা বিষয়ে পরিচালিত ‘বন্ধন’ শীর্ষক প্রকল্পের ফলাফল নিয়ে আলোচনা করা হয়।
এই প্রকল্পের উদ্দেশ্য ছিল, ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মীদের জীবন ও জীবিকার জন্য একটি নিরাপদ মডেল গড়ে তোলা।
প্রকল্পের ফলাফলে দেখা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের আয়, জীবনযাপনের মান, মৌলিক সেবার প্রাপ্যতা, সামাজিক মর্যাদা, নিরাপত্তা, সংস্থা এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য আরো বেশি পরিমাণে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বর্জ্য ব্যবস্থাপনা ইকোসিস্টেমকে ঢেলে সাজানোর জন্য জোরদার নীতি-নির্দেশনা ও উদ্যোগ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘আমরা একটি অংশগ্রহণমূলক সমাজ গড়ে তুলতে চাই, যে সমাজে আমরা একত্রে কাজ করে আমাদের শহরের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনের উন্নতি ঘটাতে পারি।’
বিশেষ অতিথির বক্তব্যে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘আমাদের বৈশ্বিক সাসটেইনেবিলিটি লক্ষ্যের একটি মূল অংশ হলো বর্জ্যমুক্ত পৃথিবী গড়ে তোলা। ফলে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে এবং সমাজে পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের গুরুত্ব আমরা বুঝি। আমরা চাই, তাদের কাজের যথাযথ মূল্যায়ন হোক। তাই বন্ধন প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই প্রকল্পের ইতিবাচক ফলাফলও আমাদের জন্য আনন্দদায়ক।’
সভাপতির বক্তব্যে উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘যারা শহরগুলোকে সচল রাখেন, তারাই সবচেয়ে বেশি অবহেলিত। পরিচ্ছন্নতা কর্মীরাও এর ব্যতিক্রম নন। শহর অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীকে তাদের সামগ্রিক সুস্থতার বিষয়ে সমর্থন করার জন্য আমরা কাজ করছি। বন্ধন প্রকল্প এই উদ্যোগের ক্ষেত্রে একটি পদক্ষেপ। অন্যান্য সকল শহরেও পরিচ্ছন্নতা কর্মীদের সাহায্য করার জন্য এই প্রকল্পকে আমাদের আরও বড় আকারে রূপ দিতে হবে।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, ডিএনসিসির অতিরিক্ত প্রধান ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ ও ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান।
মন্তব্য করুন