- বাংলাদেশ
- নারী সহকর্মীর সঙ্গে ভোক্তা অধিকার ডিজির কথোপকথনের অডিও ফাঁস
নারী সহকর্মীর সঙ্গে ভোক্তা অধিকার ডিজির কথোপকথনের অডিও ফাঁস

প্রতীকী ছবি
নারী সহকর্মীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার অশ্লীল কথোপকথোনের অডিও ফাঁস হয়েছে। অডিওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা ও তার অধস্তন নারী সহকর্মীদের বলে জানা গেছে। এসব অডিওতে বাবুল কুমার সাহাকে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত দিতে শোনা গেছে।
এদিকে মঙ্গলবার নিজের অশ্লীল কথোপকথনের অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ওপর উত্তেজিত হয়ে ওঠেন মহাপরিচালক বাবুল কুমার সাহা। তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান এবং সাংবাদিকদের নিজের কক্ষ ত্যাগ করতে বলেন।
সাধারণ ভোক্তাদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অডিও ফাঁসের বিষয়ে এর মহাপরিচালক বাবুল কুমার সাহা বা ভুক্তভোগী নারী কারও সঙ্গেই যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
মন্তব্য করুন