- বাংলাদেশ
- দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮
দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬০ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ, বাকিরা নারী। ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন, অন্যজন মারা গেছেন রাজশাহী বিভাগে।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৫২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন