- বাংলাদেশ
- ভ্যানের চাকা খুলে সড়কে, বাসচাপায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত
ভ্যানের চাকা খুলে সড়কে, বাসচাপায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী নিহত

রাইসুল ইসলাম শুভ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাইসুল ইসলাম শুভ নামের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘোনাপাড়ায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত শুভ বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোনাপাড়ায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চলন্ত ভ্যানের চাকা খুলে যাওয়ায় পেছন থেকে আসা দোলা পরিবহনের একটা বাস শুভকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী শুভর সাথে থাকা অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আবু নাইম মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, ডিবি পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বাস ও ভ্যান জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন