- বাংলাদেশ
- মুক্তিযুদ্ধ বিরোধীদের ইসিতে চায় না তরিকত ফেডারেশন
মুক্তিযুদ্ধ বিরোধীদের ইসিতে চায় না তরিকত ফেডারেশন

মুক্তিযুদ্ধের বিরোধী ও তাদের পরিবারের কাউকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা যাবে না বলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব দিয়েছে তরিকত ফেডারেশন।
তরিকতের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ চার দফা প্রস্তাব দিয়েছেন তারা। আইন প্রণয়ন না হলে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছে তরিকত।
সাবেক সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধি নিয়ে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছে দলটি।
মন্তব্য করুন