সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আগামী ৩০ দিনের মধ্যে ঢালিউডের আলোচিত তারকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে তার অশ্লীল ছবি ও ভিডিও সরানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

সোমবার রেজিস্ট্রি ডাকযোগে পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিএফডিসির ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ও ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লহ লাকী তালুকদার যৌথভাবে এ নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরীমণির সব ধরণের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরণের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য; যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এসব করা থেকে সম্পূর্ন বিরত থাকতে হবে। 

নোটিশে গত ২৪ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু হোটেলে পরীমণির ৩০তম জন্মদিনে ‘অশালীন’ পোশাকে তিনি যে অঙ্গভঙ্গি দেখিয়েছেন, সে কথাও তুলে ধরা হয়।

অবশ্য পরীমনি এখনও নোটিশটি হাতে পাননি বলেও সাংবাদিকদের জনিয়েছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নোটিশ পাওয়ার পর প্রয়োজন হলে এ নিয়ে কথা বলবেন।