- বাংলাদেশ
- হলি ফ্যামিলির সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করছেন শিক্ষার্থী
হলি ফ্যামিলির সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করছেন শিক্ষার্থী

প্রতীকী ছবি
যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করছেন মেডিকেল শিক্ষার্থী। এরইমধ্যে সহপাঠীরা তার পাশে দাঁড়িয়েছেন।
যৌন হয়রানির শিকার ছাত্রী জানান, সোমবার সন্ধ্যায় কয়েকজন সহপাঠীসহ তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে যান উত্তরা পশ্চিম থানায়।
কিন্তু ঘটনাস্থল ওই থানার আওতার বাইরে-এমন কারণ দেখিয়ে মামলা না নিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ যেহেতু রমনা থানার আওতায় তাই সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয় পশ্চিম থানা থেকে।
মামলা না নেওয়ার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস সমকালকে বলেন, ঘটনাস্থল রমনা থানার আওতায়। তাই মামলা যদি করতে হয় রমনা থানায় করতে হবে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীর অভিযোগ, ডা. সালাউদ্দিন চৌধুরী বিভিন্নভাবে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন। তাকে ম্যাসেঞ্জারে বিভিন্ন সময় ‘অশ্লীল’ কথা লিখে পাঠিয়েছেন ওই শিক্ষক। এছাড়া ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় কলেজে ডেকে নিয়ে তাকে ‘হুমকি’ দেওয়া হয়েছে।
গত ২২ ডিসেম্বর তিনি ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
মন্তব্য করুন