- বাংলাদেশ
- ভ্রমণ সাহিত্যে সংশপ্তক পুরস্কার পেলেন উদয় হাকিম
ভ্রমণ সাহিত্যে সংশপ্তক পুরস্কার পেলেন উদয় হাকিম

পুরস্কার তুলে দিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা
ভ্রমণ সাহিত্যে বিশেষ অবদানের জন্য সংশপ্তক সাহিত্য পুরস্কার পেয়েছেন লেখক ও সাংবাদিক উদয় হাকিম। রোববার তার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।
বিজয়ের সুর্বণজয়ন্তী এবং সংশপ্তক-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদয় হাকিমের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংশপ্তক-এর প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমেদ লিটন, বর্তমান সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল, সাংবাদিক এমএম কায়সার প্রমুখ।
আধুনিক বাংলা সাহিত্যের ভ্রমণ শাখায় শক্তিশালী লেখক উদয় হাকিম। এ পর্যন্ত তিনি ভ্রমণ বিষয়ে তিনটি বই লিখেছেন। যার সবগুলোই পাঠকপ্রিয় হয়। ভ্রমণ সাহিত্যে তিনি আধুনিক ধারার সূচনা করেছেন।
উদয় হাকিমের লেখা বইয়ের সংখ্যা ১০টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে, ‘দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ’; ‘রহস্যময় আদম পাহাড়’; ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’; ‘হেলিচেয়ার’; ‘ভূতের মহাসমাবেশ’ ইত্যাদি।
এর আগে ‘রহস্যময় আদম পাহাড়’ বইটির জন্য সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেয়েছিলেন উদয় হাকিম।
মন্তব্য করুন