রাজশাহী শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। দুই লাখ ছয় হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৯৫ হাজার ৪০৬ জন। 

পাসের হার ও জিপিএ-৫ এ ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। ছাত্রদের মধ্যে পাসের হার ৯৪.০৪ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। ছাত্র জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৯৭০ জন। ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৭৩৯ জন। 

গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন।

এবার দুই হাজার ৬৬৭টি স্কুলের এই শিক্ষার্থীরা ২৬৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগ পাস করেছে ৩৯৮টি স্কুলের পরীক্ষার্থীরা।