- বাংলাদেশ
- ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বিকু
ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক বিকু

সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচনে ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মির্জা মেহেদী তমাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পদক পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুর রশীদ পেয়েছেন ১১৬ ভোট। সহসভাপতি পদে ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম। যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সমকালের সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দফতর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম মিন্টু হোসেন, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।
মন্তব্য করুন