সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৩
সরকারের পদত্যাগ, তপসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত ১০ম দফা সর্বাত্মক অবরোধ চলছে।
অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে ১৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।