ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

তৃতীয় দিনে ১৫৫ প্রার্থীর আপিল ইসিতে

তৃতীয় দিনে ১৫৫ প্রার্থীর আপিল ইসিতে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২১:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের তৃতীয় দিনে ১৫৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এ নিয়ে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮ জন। বৃহস্পতিবার বিকেলে কমিশন অফিসে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান। 

সচিব জানান, ঢাকা অঞ্চলে ২৬, রংপুর অঞ্চলে ২৪, কুমিল্লা অঞ্চলে ৩৩, চট্টগ্রাম অঞ্চলে ১১, ফরিদপুর অঞ্চলে ৪, সিলেট অঞ্চলে ৯, ময়মনসিংহ অঞ্চলে ৮, বরিশাল অঞ্চলে ৪, খুলনা অঞ্চলে ১৭ এবং রাজশাহী অঞ্চলে ১৭ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাতিল করেছেন ৭৩১ জনের। গত মঙ্গলবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ইসিতে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন ১৮ ডিসেম্বর। এরপর নির্বাচনী প্রচার শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

আরও পড়ুন

×