ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ২২:৩৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন ঢাকায় এবং একজন ঢাকার বাইরে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ৪১৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৩১০ এবং ঢাকায় ১০৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সব মিলিয়ে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন। চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৫ জনের।

এডিস মশাবাহিত এ রোগে মোট ভর্তি রোগীর বেশির ভাগই ঢাকার বাইরের বিভিন্ন জেলায়– ২ লাখ ৮ হাজার ৫৪৪ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ১০১ জন। মারা যাওয়া মোট রোগীর মধ্যে ঢাকায় ৯৬১ জন; ৭০৪ জন ঢাকার বাইরের।

সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৪৭ জন রোগী। তাদের মধ্যে ৫৯১ জন ঢাকায় এবং ১ হাজার ৪৫৬ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন

×