ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

কামরাঙ্গীরচরের দুই মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীর কারাদণ্ড

কামরাঙ্গীরচরের দুই মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীর কারাদণ্ড

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ২৩:৩৫

কামরাঙ্গীরচর থানার দুই মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। 

রায়ে এক আসামির এক বছর, ছয়জনের দুই বছর এবং অপর পাঁচ জনের দেড় বছরের সাজা দিয়েছেন আদালত।
 
সাজাপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- মো. মনির হোসেন, মো. রাসেল, আবুল কালাম ও মো. কবির হোসেন। আরেক মামলায় মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। একই আদালত এ রায় ঘোষণা করেন। 

এদের মধ্যে সাত জনের ৩৫৩ ধারায় দুই বছরের সশ্রম সাজা এবং পেনাল কোডের ৪৩৫/১৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। অপর নয় জনকে ৩৫৩ ধারায় এক বছর এবং ৪৩৫/১৪৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে বেকসুর খালাস প্রদান করেন।

whatsapp follow image

আরও পড়ুন

×