ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বাম জোটের আহ্বান

ভোট বর্জনের গণরায় মেনে বাতিল করুন নির্বাচন

ভোট বর্জনের  গণরায় মেনে বাতিল করুন নির্বাচন

নির্বাচন বাতিল ও তদারকি সরকারের অধীনে নতুন ভোটের দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাববের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ০০:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে ‘প্রহসনের নির্বাচন’ বর্জন করায় জনগণকে অভিনন্দন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পাশাপাশি ভোট বর্জনের গণরায় মেনে ‘ডামি নির্বাচন’ বাতিল করে অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে নেতারা এ আহ্বান জানান। তারা বলেন, সরকারের দমনপীড়ন, ভয় ও প্রলোভন উপেক্ষা করে দেশবাসী ৭ জানুয়ারির ‘একতরফা প্রহসনের’ নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনরায় নির্বাচন দিতে হবে।

বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু,
বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম।

আরও পড়ুন

×