বাড়িঘরে হামলা ভাঙচুর আগুন নিহত ১, আহত শতাধিক

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় বাড়ি ভাঙচুর, লুটপাট। স্বতন্ত্র প্রার্থীর লোকজনের এমন তাণ্ডব ঝিনাইদহের চরহীরাডাঙ্গা গ্রামের সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ০০:৫৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ০৫:৩৩
সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে জয়ী প্রার্থীদের নাম সামনে আসার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। কোথাও স্বতন্ত্র সমর্থকরা, আবার কোথাও নৌকা প্রতীকের সমর্থকরা হামলার শিকার হয়েছেন। বাড়িঘরে দেওয়া হয়েছে আগুন; চালানো হয়েছে ভাঙচুর ও লুটপাট। নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক যুবক। মুন্সীগঞ্জের সিরাজদীখানে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। পটুয়াখালীতে নৌকা মার্কার সাত কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে হামলার ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা : নির্বাচন-পরবর্তী সহিংসতায় নেত্রকোনা-৩ আসনে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। গত রোববার রাতে এবং গতকাল সোমবার বিকেলে জয়ী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদারের সমর্থকদের ওপর আটপাড়া ও পূর্বধলায় হামলা করে নৌকা মার্কার সমর্থকরা। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আটপাড়ার দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে নুরুল আমিন (২০) মারা যান।
স্থানীয়রা জানান, রাতে ফল ঘোষণার পর ইফতিখার উদ্দিনের সমর্থকরা বিজয় মিছিল করে দেওশ্রী বাজারে যান। সেখানে পরাজিত প্রার্থী নৌকার অসীম কুমার উকিলের সমর্থকরা হামলা চালালে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নূরুল আমিনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকালে নূরুল আমিন মারা যান। অন্যদিকে রাতে পূর্বধলায় স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকিরের সমর্থক আজিজুলকে পিটিয়ে আহত করে নৌকার সমর্থকরা। এ বিষয়ে পরাজিত প্রার্থী অসীম কুমার উকিল বলেন, বিজয়ী প্রার্থীর লোকজনই অতি উৎসাহী হয়ে আনন্দ মিছিল করে নানা ঘটনা ঘটাচ্ছে। প্রশাসন প্রকৃত ঘটনা বের করবে।
রাজশাহী : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। হামলার সময় বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজশাহী-৩ আসনে রোববার ভোট চলাকালে একটি কেন্দ্রে ভোটারদের লাইনের ছবি তোলাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদের সমর্থকদের সঙ্গে সদ্য সাবেক এমপি আয়েন উদ্দিনের নেতাকর্মীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আয়েনপন্থি হিসেবে পরিচিত পারিলা ইউনিয়ন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান মুরাদ এক হাতে রামদা আরেক হাতে পিস্তল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তার ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। হামলায় আসাদের পক্ষের দুই কর্মী আহত হন। এর জেরে গতকাল সকালে আয়েন গ্রুপের কর্মীরা আবার আসাদ সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের আটজন আহত হন।
এ বিষয়ে বেসরকারিভাবে নির্বাচিত আসাদুজ্জামান আসাদ বলেন, আমি প্রশাসনকে বলেছি, অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে। পবা থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
কলাপাড়া : পটুয়াখালী-৪ আসনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী মহিববুর রহমানের সঙ্গে দেখা করতে আসার পথে তাঁর সাত কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বশির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দাবি, পরাজিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানের সমর্থকরা এ ঘটনার সঙ্গে জড়িত।
মুন্সীগঞ্জ ও সিরাজদীখান : মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদীখানে মো. নয়ন নামের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের এক সমর্থকের বাঁ হাতের কবজি কেটেছে প্রতিপক্ষ। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। হামলার পেছনে নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকরা জড়িত বলে দাবি ট্রাক সমর্থকদের। সিরাজদীখান থানার ওসি মিজানুল হক বলেন, নয়নের মা ঘটনার সঙ্গে জড়িত নূর আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। চিত্রকোট ইউনিয়নে নৌকা প্রতীকের সমন্বয়কারী থানা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এস এম সোহরাব বলেন, অভিযুক্ত নূর আলম নৌকার সমর্থক। তবে নির্বাচন নিয়ে নয়, হয়তো পূর্বশত্রুতার জেরে নয়ন নামে ওই ছেলের ওপর হামলা হয়েছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে গতকাল বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকের বাড়িতে হামলায় নারীসহ পাঁচজন আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরাজিত আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
দৌলতপুর ও কুমারখালী : কুষ্টিয়া-১ আসনের দৌলতপুরে রোববার রাতে নানা স্থানে সহিংসতার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ভোরে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার সমর্থক আবদুর রহিমের বাড়িতে আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী রেজাউল হক চৌধুরীর সমর্থকরা হামলা চালায়। এ সময় চারটি ঘরে লুটপাটের পর আগুন দেওয়া হয়। আগুনে রহিমের মা ও ছোট ভাই দগ্ধ হন। একই রাতে তারাগুনিয়া হিসনা রোডে রানা আহমেদ ও খায়রুল ইসলামের দোকানে হামলা, পিয়ারপুরে নৌকার পক্ষে ভোট করায় মো. মুক্তার ও রামকৃষ্ণপুরে আইয়ুব মেম্বারকে মারধর করা করা হয়েছে।
কুষ্টিয়া-৪ আসনেও ট্রাক প্রতীকের নির্বাচিত প্রার্থী আবদুর রউফ ও নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকরা সহিংসতায় জড়িয়েছেন। এ সময় মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও শস্যক্ষেত নষ্ট করা হয়। হামলায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। তার মধ্যে আবদুর রউফের কর্মী তোফাজ্জেল হোসেন ও নৌকার কর্মী মানিক হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
ধামরাই: গতকাল রাতে ধামরাইয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মালেকের সমর্থক ব্যবসায়ী আবদুল লতিফের দুটি ইটভাটায় হামলা চালিয়ে ভাঙচুর, শ্রমিকদের মারধর ও চার লাখ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে ১০ জন শ্রমিক আহত হন। আবদুল লতিফের দাবি, নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী বেনজীর আহমেদের সমর্থক সোমভাগ ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনকে ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে পরাজিত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পাঁচ কর্মীর বাড়িতে রোববার রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজয়ী নৌকার প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থকরা এ কাজ করেছে বলে অভিযোগ জাপার। তবে আবদুল্লাহ কায়সারের সমর্থকদের অভিযোগ, রোববার রাতে জাপা সমর্থকরা তাদের পাঁচ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তারা থানায় পৃথক দুটি অভিযোগও দায়ের করেছেন।
নাটোর: নির্বাচন-উত্তর সহিংসতায় নাটোর-১ আসনের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর প্রায় ২০ কর্মী-সমর্থকের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কয়েক দফায় এসব হামলা হয়। নৌকা সমর্থকরা জানান, রাতে ফল ঘোষণার পরই জয়ী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের অনুসারী ও স্থানীয় বিএনপির সমর্থকরা হামলা শুরু করে। এ বিষয়ে বিজয়ী প্রার্থী আবুল কালাম আজাদ জানান, তিনি এমন কোনো ঘটনার খবর শোনেননি। তবে পারিবারিক বিরোধে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
ডুমুরিয়া: খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ী হওয়ার পর থেকেই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন। রোববার রাতে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ১৩টি গ্রামে এসব ঘটনা ঘটে। অভিযোগ বিষয়ে নৌকা মার্কার নির্বাচনী সমন্বয়ক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার বলেন, এমন কোনো হামলার ঘটনা আমি শুনিনি। এ ধরনের ঘটনায় জড়াতে কর্মীদের নিষেধ করা হয়েছে।
মাদারীপুর: কালকিনির ফাঁসিয়াতলা বাজারে গতকাল সকালে বিজয় মিছিল বের করেন মাদারীপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকরা। এ সময় দুর্বৃত্তরা মিছিল লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে ছয়জন আহত হন। তাহমিনার সমর্থকদের দাবি, পরাজিত প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থকরা এ হামলা চালিয়েছে। একই দিন সকালে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা এলাকায় নৌকার সমর্থক ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক বাবুল বেপারির বাড়িসহ বেদেপল্লির অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে তাহমিনা সমর্থকদের বিরুদ্ধে।
গাইবান্ধা: সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরকে গতকাল বিকেলে রড দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনের অভিযোগ, গাইবান্ধা-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর সমর্থক ছিলেন জাহাঙ্গীর।
গাজীপুর: গাজীপুর-২ আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী জাহিদ আহসান রাসেলের সমর্থকরা গতকাল সন্ধ্যায় ৩৯ নম্বর ওয়ার্ড শুকন্দিরবাগ এলাকায় আনন্দ মিছিল বের করেন। মিছিল থেকে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ভাঙচুর ও গেটে আগুন দেওয়া হয়। বাড়ির ভেতরে ঢুকে মারধর করা হয় হাসান বিল্লালের ছেলে রিবেল, তাঁর ছোট ভাইর স্ত্রী পলি আক্তারকে। পরে কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালিয়ে প্রত্যয়নপত্র নিতে আসা আল আমিন নামে এক ব্যক্তিকে মারধর করা হয়।
এ বিষয়ে মাসুদুল হাসান বিল্লাল বলেন, ‘নির্বাচনে আমি নেতাকর্মী নিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে কাজ করেছি। সে জন্য আমার বাড়িতে জাহিদ আহসান রাসেলের পিএস কাউসার সরকার ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শাহিনুল আলম মৃধার নেতৃত্বে হামলা হয়েছে। ঘটনা পুলিশকে জানিয়েছি।’ তবে অভিযোগ অস্বীকার করেন কাউসার সরকার ও শাহিনুল আলম মৃধা।
শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামে গতকাল রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া আবদুর রহিম মাস্টারের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। ঘটনার সময় পাঁচ/ছয়টি বসতবাড়ি ভাঙচুর হয়। নৌকার পক্ষে ভোট দেওয়া-না দেওয়া নিয়ে এ সংঘর্ষ হয়েছে।
এ ছাড়া নির্বাচন-পরবর্তী বিচ্ছিন্ন সহিংসতায় পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ জন, পাবনায় আটজন, ঝিনাইদহে তিনজন, কুমিল্লার নাঙ্গলকোটে তিনজন, নেত্রকোনার কেন্দুয়ায় একজন ও সিরাজগঞ্জের বেলকুচিতে পাঁচজন আহত হয়েছেন।