ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ

মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৯:৫৬

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি ছাড়া অন্য হুইপরা হলেন- দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)। তাঁদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ সদ্য বিদায়ী একাদশ সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।

মাশরাফি বিন মুর্তজা নড়াইল–২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুন

×