দেশে করোনা শনাক্ত এক লাফে বেড়ে সাড়ে ৮ শতাংশে

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ২১:৪১
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার এক লাফে ৩ শতাংশের বেশি বেড়েছে। ৪০৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে; শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। চলতি বছরের ২৩ দিনে এ হার সর্বোচ্চ। আগের দিন সোমবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মঙ্গলবার করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল রোববার ৫ দশমিক ৯২, শনিবার ৫ দশমিক ৮৩, শুক্রবার ৫ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৮১ জন মারা গেছেন; শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৮২৩। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।