- বাংলাদেশ
- রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতাল পুড়ে ছাই
রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতাল পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ওই হাসপাতালের ৬-৭০টি শয্যা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার রাত সাড়ে ৭টায় ২০নং রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালে আগুন লাগে। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে উখিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক সমকালকে বলেন, ‘২০ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে হাসপাতালটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনও বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ রোগীকে সরিয়ে নেওয়া হয়।’
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কমকর্তা জাহেদ চৌধুরী জানান, ‘এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এ ঘটনায় কোন হতাহত হয়নি। তবে করোনা হাসপাতালটি অধিকাংশ পুড়ে গেছে।'
এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।
মন্তব্য করুন