ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার খবরটি গুজব: পলক

যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার খবরটি গুজব: পলক

জুনাইদ আহমেদ পলক- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২ | ০৯:১২ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ | ০৯:৩৩

বাংলাদেশের কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সত্য মিথ্যা মিলিয়ে নানা তথ্য প্রচারিত হচ্ছে। এই ধারাবহিকতায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও এসেছে।

ফেসবুকে বিভিন্ন আইডি থেকে দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় সফরে থাকার পরও পলক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। তার সফরের বিস্তারিত উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্টও দিয়েছেন তিনি।

গুজব ছড়ানো আইডিগুলো পলকের যেসব ছবি ব্যবহার করে দাবি করছে যে- তিনি যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি, সেই ছবিগুলোও ভুয়া এবং পুরনো বলে জানিয়েছে ফ্যাক্টচেক সাইট 'রিউমার স্ক্যানার বাংলাদেশ।'

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’, ‘সত্যের পথে’ ও ‘মো. আবদুল ওহাব’ নামের তিনটি আইডি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে, ‘পলক ও তার ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেনের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের সেখানে ঢুকতে না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।’ একইভাবে আয়ারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক দাবি করা কবীর আহমেদও প্রায় অভিন্ন পোস্ট দেন।

তবে প্রতিমন্ত্রী পলক এসব গুজব উড়িয়ে দিয়ে নিজের ফেসুবুকে বিস্তারিত পোস্ট দেন। তিনি জানান, গত ২৫ ডিসেম্বর টরন্টো থেকে বোস্টনে গিয়ে প্রথমবারের মতো তিনি বোস্টন শহর ভিজিট করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এইবারই প্রথম আমি বোস্টন থেকে ফ্লাইটে ওয়াশিংটন ভ্রমণ করেছি। ২৫ তারিখে টরন্টো থেকে রওনা হয়ে ২৬ ও ২৭ বোস্টন ভিজিট শেষে ২৮ ডিসেম্বর ওয়াশিংটনে আসি।’

ওয়াশিংটনে এর আগেও দুইবার ভ্রমণের কথা উল্লেখ করে পলক বলেছেন, ‘এবারের বিশেষত্ব হচ্ছে, বাংলাদেশের তিনজন ওয়ার্ল্ড ব্যাংকে নিযুক্ত কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক এবং পরিবারের সদস্যদের নিয়ে হোয়াইট হাউজ, লিংকন মেমোরিয়াল এবং ওয়াশিংটনের বিভিন্ন মেমোরিয়াল দেখানো।’ প্রতিমন্তী এই সফরে তোলা বিভিন্ন ছবিও পোস্ট করেন।

তবে তাদের প্রকাশিত ছবিগুলোকে পুরনো দাবি করে অতি সম্প্রতি ‘সরকারের মন্ত্রী-এমপি-আমলারা এতটাই দেউলিয়া যে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ছবি পোস্ট দিয়ে জনগণকে বিশ্বাস করাতে চাচ্ছেন তারা আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ নয়’- শীর্ষক আরেকটি তথ্য বিভিন্ন ফেসবুকে প্রচার চালানো হয়। এসব পোস্টে দাবি করা হয়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে দেশে ফিরে এসে কোনো এক সময়ের যুক্তরাষ্ট্র সফরের পুরনো ছবি ফেসবুকে প্রচার করছেন।

অবশ্য ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ’ যাচাই করে নিশ্চিত হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুকে প্রকাশিত ছবিগুলো পুরোনো নয় বরং ছবিগুলো ২০২১ সালের ডিসেম্বর মাসে সফর চলাকালীন তোলা হয়েছে।

বিভিন্ন ধরনের ছবি ও নানা তথ্য-উপাত্ত তুলে ধরে রিউমর স্ক্যানার বলছে, প্রতিমন্ত্রী পলকের যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার বিষয়টি সম্পূর্ণ গুজব এবং প্রকৃতপক্ষে কানাডার টরেন্টো, যুক্তরাষ্ট্রের বোস্টন ও ওয়াশিংটন সফর শেষে দুবাই হয়ে গত ১ জানুয়ারি বাংলাদেশ ফিরেছেন তিনি।

আরও পড়ুন

×