বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির নতুন কমিটির জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনসহ আরও বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার সকালে বিদায়ী কমিটির সভাপতি ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ জাফর আলী।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যদের মধ্যে সমিতির সাবেক মহাসচিব অধ্যাপক মাসুমে রাব্বানী খান, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক ও সমিতির সাবেক মহাসচিব অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীর, সেকায়েপের প্রকল্প পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মহসিন কবীর  অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক বেলা রানী সিংহ, বিপুল চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা দীর্ঘ দিন ধরে সমিতির নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিসিএস সাধারণ শিক্ষা সমিতিকে কার্যকর করার উদ্দেশে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেনে তারা।

পরে সভায় গুরুদয়াল সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমান আলীকে নির্বাচন কমিশনার ও রাজশাহী সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবেদা সুলতানাকে সহকারী কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি সমিতির নির্বাচন সম্পন্ন করবে কমিশন। এছাড়া সাংগঠনিক শূন্যতাপূরণ ও নির্বাচন কমিশনকে সহযোগিতার জন্য ৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনা করা হয়। পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট একটি নিরীক্ষা কমিটিও করা হয়।

বিষয় : বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

মন্তব্য করুন