প্রকৌশলী শম্পা বসুকে সভাপতি ও অ্যাডভোকেট দিলরুবা নুরীকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিলে এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে নারী সমাবেশ, কমিটি পরিচিতি সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বিদায়ী সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দিলরুবা নুরী, ডা. মনীষা চক্রবর্তী, রুখশানা আফরোজ আশা, চা শ্রমিক ফেডারেশনের নেতা কাজল রায় প্রমুখ।

১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি দিপালী রানী ও মাহমুদা হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা, অর্থ সম্পাদক কোহিনুর আক্তার কণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপ্রা মণ্ডল, ক্রীড়া সম্পাদক সালমা আক্তার কলি এবং সদস্য মুক্তা বিশ্বাস, ইসরাত জাহান লিপি, মাফিয়া বেগম, আফরোজা বেগম, সেলিনা কণা, কাজল রায়, কিবরিয়া হোসেন, রুবিনা খাতুন ও বিপাশা দাশগুপ্ত।

এছাড়া ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন, রওশন আরা রুশো, সুফিয়া চৌধুরী, নুরজাহান ঝর্ণা, বাসন্তী মালাকার, সুরাইয়া বেগম ও শামছুন্নাহার জ্যোৎস্না।